Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক বছরের প্রধান অর্জন:

শিক্ষার মূলভিত্তি হিসেবে প্রাথমিক শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে বর্তমান সরকার সমতাভিত্তিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের জন্য মানসম্মত শিক্ষকের বিকল্প নেই। প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের একাডেমিক ও প্রশিক্ষণ সহায়তা প্রদানের মাধ্যমে মানসম্মত শিক্ষক তৈরির লক্ষ্যে উপজেলা রিসোর্স সেন্টার, ফটিকছড়ি, চট্টগ্রাম কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক বছরে রিসোর্স সেন্টারের প্রধান অর্জন নিম্নরূপ:

  • পিইডিপি-৪ এর আওতায় ২০১৮-১৯ অর্থবছরে ২০৫ জন ও ২০১৯-২০ অর্থবছরে ৮১০ জন শিক্ষককে বিভিন্ন মেয়াদে ও বিষয়ে প্রশিক্ষণ প্রদান;
  • ২০২০-২১ অর্থবছরে আইসিটি পুল গঠনসহ ৮ ব্যাচে বিষয়ভিত্তিক ৭৭ জন শিক্ষক প্রশিক্ষককে জুম ক্লাউড মিটিং এ্যাপসের মাধ্যেমে ওরিয়েন্টেশন প্রদান;
  • ২০২০-২১ অর্থবছরে ৩৩ ব্যাচে ২২৯টি (সকল) সরকারি বিদ্যালয়ের সকল শিক্ষকদের জুম ক্লাউড মিটিং এ্যাপসের মাধ্যেমে বিভিন্ন বিষয়ে একদিনের সঞ্জীবনী প্রশিক্ষণ এবং ২ ব্যাচে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ওরিয়েন্টেশন প্রদান;
  • ইন্সট্রাক্টর কর্তৃক নির্ধারিত প্রমাপ অনুযায়ী নিয়মিতভাবে বিদ্যালয়ের শ্রেণি-কার্যক্রম পর্যবেক্ষণ ও শিক্ষকদের একাডেমিক সুপারভিশনের আওতায় পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়তা প্রদান;
  • করোনাকালে ভার্চুয়ালি সভায় অংশগ্রহণ ও এককভাবে শিক্ষকদের সাথে যোগাযোগ করে শিশুদের সুরক্ষাসহ তাদের পড়াশোনার অগ্রগতি তদারকি নিশ্চিতে ভূমিকা রাখা;
  • স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান বাস্তবায়নসহ বিদ্যালয় উন্নয়ন কার্যক্রম তদারকি; এবং
  • বার্ষিক কর্মপরিকল্পনা অনুযায়ী বিভিন্ন জাতীয় দিবস উদ্‌যাপন, উন্নয়ন মেলায় অংশগ্রহণ, বৃক্ষরোপন কর্মসূচি, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কার্যক্রম উপজেলা প্রশাসন এবং উপজেলা শিক্ষা অফিসারের সাথে সমন্বয় করে সম্পাদন করা।